parbattanews

চকবাজারে পলিথিন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর চকবাজার এলাকায় প্লাস্টিক/পলিথিন কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। বেলা ১২ টায় আগুন লাগে।

সোমবার (১৫ আগস্ট) ১২ টা ৩০ মিনিটে আগুন লাগার বিষয়টি গণমাধ্যমেকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।

তিনি বলেন, চকবাজার এলাকায় প্লাস্টিক/পলিথিন কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ১২টা ৯ মিনিটে।

এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে। আরও দুইটা ইউনিট যাচ্ছে। বিস্তারিত পর্যবেক্ষণ করে পরে জানানো যাবে।

Exit mobile version