কক্সবাজারের চকরিয়ায় নিখোঁজের ৩২ ঘণ্টা পর খাল থেকে রিপন (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মালুমঘাট চাবাগানের কোনাপাড়া মৌলভীকাটা খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। রিপন ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, বুধবার রাতে চার যুবক চাবাগান এলাকায় বিলের মধ্যখানে একটি টংঘরে বসে মাদক সেবন করছিল। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে তারা পাশ্বোক্ত খালে ঝাঁপ দেয়। পরে নদী থেকে তিন যুবক সাঁতরিয়ে উঠতে পারলেও নদীতে নিখোঁজ ছিল রিপন।
শুক্রবার দুপুর ১২টার দিকে রিপনের লাশ পানিতে ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম এস আই জাকির হোসেনের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে খাল থেকে মরদেহ উদ্ধার করে।
চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খাল থেকে একটি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন ধরনের অভিযোগ দেয়নি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি জানান।