parbattanews

চকরিয়ার চিংড়িঘের এলাকায় অভিযান চালিয়ে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার

Chakaria Pic. (Arms) 17.08

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ার চিংড়িজোন চিরিঙ্গা ইউনিয়নের পশ্চিম সওদাগরঘোনাস্থ বাটামণি খালের মুখ এলাকা থেকে ডাকাত-সন্ত্রাসীদলের ফেলে যাওয়া পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোররাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়,  একদল ডাকাত-সন্ত্রাসী এসব অস্ত্র নিয়ে চিংড়িঘেরে ডাকাতির উদ্দেশ্যে ঘের এলাকায় জড়ো হয়। এ সময় জনতা ডাকাত-সন্ত্রাসীদলকে ধাওয়া দিলে এসব অস্ত্র ফেলে পালিয়ে যায় তারা।

এলাকাবাসী জানান, সশস্ত্র ডাকাত-সন্ত্রাসী জড়ো হওয়ার খবর পুলিশকে পৌঁছানো হয় এবং স্থানীয় জনতা তাদের ধাওয়া দেয়। একপর্যায়ে ডাকাত-সন্ত্রাসীদলটি অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে যায়। এর পরপরই থানার এসআই মো. মহিউদ্দিন খান উজ্জ্বলের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ বাটামণি খালের মুখ এলাকায় অভিযান এবং তল্লাশী চালিয়ে উদ্ধার করে এসব আগ্নেয়াস্ত্র।

এসআই মো. মহিউদ্দিন খান উজ্জ্বল জানান, চিংড়িজোন চিরিঙ্গা ইউনিয়নের পশ্চিম সওদাগরঘোনাস্থ বাটামণি খালের মুখ এলাকা থেকে তল্লাশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় দেশীয় তৈরি ৫টি একলনা লম্বা বন্দুক।

চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া একদল ডাকাত-সন্ত্রাসীকে প্রতিরোধ করে স্থানীয় জনতা। একপর্যায়ে ডাকাত-সন্ত্রাসীরা ৫টি আগ্নেয়াস্ত্র ফেলে যায়। পরে পুলিশ এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী রুজু করা হয়েছে।

Exit mobile version