parbattanews

চকরিয়ার বদরখালী বাজারে ভয়াবহ অগ্নীকাণ্ডে অর্ধশতাধিক দোকান ভস্মীভূত

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

চকরিয়ার বদরখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (১১ মে) দিবাগত রাত সোয়া ২টার দিকে চকরিয়ার সবচেয়ে বড় বাজারটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে, খবর পাওয়ার পরও আগুন নেভানোর জন্য আসতে দেরি হওয়ায় ফায়ার সার্ভিসের লোকজনের উপর হামলা করেছে ক্ষুব্ধ জনতা। এতে ৭ জন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়। ভাংচুর করা হয় গাড়িসহ সরঞ্জামাদি।

স্থানীয় সূত্র মতে, বদরখালী বাজারে গভীর রাতে হঠাৎ আগুন ধরে গিয়ে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। কিন্তু ফায়ার সার্ভিসের টিম আসতে অনেক দেরি করে। এতে ক্ষুব্ধ হয়ে লোকজন ফায়ার সার্ভিস টিমের ওপর হামলা করে। লোকজনের হামলার মুখে ফায়ার সার্ভিস দল আগুন না নিভিয়েই পালিয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি আরো বহুগুণে বেড়ে যায়।

এ ব্যাপারে চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, লোকজন ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলা করায় তারা আগুন না নিভিয়েই ঘটনাস্থল থেকে কোনো রকমে আত্মরক্ষা করে পালিয়ে আসে।

Exit mobile version