parbattanews

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

আগুন

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভষ্মিভুত হয়েছে একটি বসতবাড়ি। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়ালে নগদ ৫ লাখ টাকা, প্রায় ১০ লাখ টাকামূল্যের গলিত স্বর্ণ, আসবাবপত্রসহ অন্তত ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত অগ্নিকাণ্ডস্থলে গেলেও ততক্ষণে সবকিছুই পুড়ে শেষ হয়ে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হয়। তবে আশপাশের বেশ কয়েকটি বসতবাড়ি আগুন থেকে রক্ষা পায়। বুধবার বেলা দুইটার দিকে পৌরসভার সবুজবাগ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

পুড়ে যাওয়া বসতবাড়িটির মালিক স্বর্ণ কারিগর বিমল ধরের ভাই লালন ধর জানান, আসন্ন রমজানের ঈদ উপলক্ষ্যে বাড়িতে মজুদ রাখা অন্তত ১০ লাখ টাকার গলিত স্বর্ণ, নগদ ৫ লাখ টাকা ও আসবাবপত্রসহ অন্তত ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

লালন ধর জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়ালে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে আহত হয় পরিবার তিন সদস্য।

চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা টিটু বসাক জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত অগ্নিকাণ্ডস্থলে গেলেও সরু রাস্তার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। এ সময় আশপাশের বেশ কয়েকটি বসতবাড়ি আগুন থেকে রক্ষা করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

Exit mobile version