parbattanews

চকরিয়ায় অভিনব পন্থায় ইয়াবা পাচারকালে একজন গ্রেফতার

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় সেন্ডেলের তলায় করে ইয়াবা পাচারের সময় পুলিশ এক ইয়াবা কারবারি যুবককে গ্রেফতার করেছে।

এ সময় তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয় ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট।

বুধবার(১৪ নভেম্বর) বিকেলে চকরিয়া-মহেশখালী সড়কের বদরখালীস্থ টোলপ্লাজার কাছে পুলিশের উপস্থিতিতে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ওই যুবককে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃত ইয়াবা কারবারি যুবকের নাম কোরবান আলী (১৮)। তিনি চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কবির বাপের পাড়ার মৃত মোহাম্মদ ইসহাকের ছেলে।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মং থোয়াই হ্লা চাক জানান, নিয়মিত টহল দেওয়ার সময় বদরখালী টোলপ্লাজার কাছে এক যুবক দৌঁড় দেয়। এতে সন্দেহ হলে তাকে আটক করে হাতে থাকা পলিথিনের ভেতর একজোড়া নতুন সেন্ডেল জব্দ করা হয়। এর পর সেই সেন্ডেলের তলা থেকে বের করা হয় বিশেষ কৌশলে রাখা ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট।

চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘এবার সেন্ডেলের তলায় পাচারের সময় গ্রেফতার করা হয় ইয়াবা কারবারি কোরবান আলীকে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

Exit mobile version