parbattanews

চকরিয়ায় আইসিটি খাতে ছয়টি প্রতিষ্ঠান বিজয়ী

‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় তৃতীয়বারের মতো ডিজিটাল বাংলাদেশ দিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়া উপজেলা আইসিটি কর্মকর্তা (সহকারী প্রোগ্রামার) মো. জাহেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা টেকনেশিয়ান (আইসিটি) মো. এরশাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার মো. হামিদুল্লাহ মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গণেশ জাদব প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আইসিটি খাতে সরকারের ভিশনের আলোকে বিশেষ ভূমিকা পালন করায় উপজেলার ৬টি প্রতিষ্ঠানকে ২০১৯ সালে বিজয়ী ঘোষণা করেন। এরপর বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিজয়ী প্রতিষ্ঠানগুলো হলো ইউনিয়ন পর্যায়ে শাহারবিল ইউনিয়ন ডিজিটাল সেন্টার, কারিগরী ক্ষেত্রে বরইতলী ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও চকরিয়া উপজেলা ডিজিটাল সেন্টার, শিক্ষা ক্ষেত্রে প্রাথমিক শাখায় লক্ষ্যারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালুমঘাট চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক শাখায় ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়।

Exit mobile version