parbattanews

চকরিয়ায় আদালতের পরোয়ানাভুক্তসহ ৮ আসামি গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের পৃথক অভিযানে আদালতের পরোয়াভুক্ত আট পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীর মধ্যে নারী নির্যাতন, পারিবারিক, বন মামলা, মাদক, দাঙ্গা-হাঙ্গামাসহ নানা অপরাধের দায়ে এসব আসামীর বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানা পুলিশের পৃথক দল এসব পলাতক আসামীকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় চকরিয়া থানা পুলিশের চারটি টিম শনিবার ভোর রাত পর্যন্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের নির্দেশে থানার উপপরিদর্শক (এস আই) মোজাম্মেল, এস আই নুরে খোদা সিদ্দিকী, এস আই কামরুজ্জামান, এস আই মেহেদী হাসান, এএসআই কামাল হোসেন নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আদালতের পরোয়ানাভুক্ত আট পালাতক আসামীকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, থানা পুলিশের কয়েকটি টিম পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আট পালাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ।

এছাড়া আরও ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামীর বাড়িতে অভিযান পরিচালনা করলে তারা জামিনে মুক্ত আছেন মর্মে রিকল প্রদান করলে তাদের মুক্তি দেয়া হয়।

গ্রেফতারকৃত আসামি যাদের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে ওইসব আসামীদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Exit mobile version