parbattanews

চকরিয়ায় আবাসিক হোটেল থেকে সন্ত্রাসী মার্শাল গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াছিন আরাফাত মার্শাল (৩০) নামে এক সন্ত্রাসীকে অবশেষে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে দশটার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার রাতে চকরিয়া পৌর শহরের একটি আবাসিক হোটেল থেকে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসী আসামি ইয়াছিন আরাফাত মার্শাল চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের পুকপুকুরিয়া পাড়া এলাকার রুহুল কাদেরের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেয়া চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সরওয়ার জাহান মেহেদী বলেন, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী মার্শালকে খুঁজছিল পুলিশ। সোমবার রাতে গোপন খবর পেয়ে চকরিয়া পৌর শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, মার্শাল একজন চিহিৃত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অপহরণ, মারামারী, বিভিন্ন হামলার ঘটনাসহ বেশ কয়েকটি অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, পুলিশ অভিযান চালিয়ে ইয়াছিন আরাফাত মার্শাল নামে একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Exit mobile version