parbattanews

চকরিয়ায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

কক্সবাজারের চকরিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানের একটি টিম হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করতে গেলে হামলার শিকার হয় র‌্যাব সদস্যরা।

রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-১৫ এর সদর কোম্পানির সিনিয়র সহকারী পরিচালক আইন, মিডিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘কক্সবাজারের চকরিয়া থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি মো. রেজাউল করিম, নেজাম উদ্দিন ও জাহাংগীর আলমকে গ্রেপ্তার করতে সকালে র‍্যাব-১৫ কক্সবাজার সদর কোম্পানির একটি টিম সওদাগরঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আসামি ও তাদের পরিবারের সদস্যসহ এক থেকে দেড় হাজার নারী-পুরুষ দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। র‌্যাব পাল্টা আক্রমণ চালালে লোকজন হতাহত হতে পারে বিবেচনা করে অভিযান বিরত রাখা হয়।’

তিনি আরও বলেন, ‘হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘হামলার ঘটনায় এখনো র‌্যাব থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version