parbattanews

চকরিয়ায় ইসলামী আন্দোলনের কাউন্সিল সম্পন্ন

নিজস্ব  প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ চকরিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক মজলিসে শুরা ও কাউন্সিল’১৬ইং ২৯মে বিকাল ৩টায় চকরিয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সহকারী সাংগঠনিক সম্পাদক এইচএম মাওলানা শফিউল আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সভাপতি মুফতি শামসুল হক কাসেমী, বক্তব্য রাখেন সহসভাপতি ডা. মাওলানা শেহাব উদ্দিন, সেক্রেটারী মাওলানা নুরুল্লাহ সিকদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা এহছানুল হক হাকিমি, অর্থ সম্পাদক মাওলানা আবদুর রহিম, পৌরসভা সভাপতি মুফতি শওকতুল ইসলাম, পৌর সহসভাপতি মাওলানা হাফেজ নুরুল হামিদ, পূর্ববড়ভেওলা ইউনিয়ন সেক্রেটারী জয়নাল আবদীন, ফাসিয়াখালী ইউনিয়ন আহবায়ক মাওলানা নেজাম উদ্দিন, বিএমচর ইউনিয়ন প্রতিনিধি মাওলানা ওয়াজ উদ্দিন,সুরাজপুর মানিকপুর প্রতিনিধি মাওলানা মহিউদ্দিন প্রমূখ।

সম্মেলন শেষে প্রধান অতিথি আগামী ২০১৬-১৮সেশনের জন্য শুরা সদস্যদের পরামর্শক্রমে চকরিয়া উপজেলা কমিটির সভাপতি মুফতি শামসুল হক কাসেমী, সহসভাপতি মাওলানা ডা: শেহাব উদ্দিন, সেক্রেটারী মাওলানা নুরুল্লাহ সিকদার, সহ সেক্রেটারী মাওলানা এহছানুল হক হাকিমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এইচ এম মনছুর আলম তৌহিদী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মামুন।

Exit mobile version