parbattanews

চকরিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করে ৯’শত ২০পিস ইয়াবাসহ মো. সলিম উল্যাহ (৪৩) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১টার দিকে খুটাখালী মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায় পূরবী পরিবহনের বাস থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ইয়াবা পাচারকারী রোহিঙ্গা যুবক টেকনাফ উপজেলার মোচনী রেজিস্টার্ড শরনার্থী ক্যাম্পের ডি ব্লকের মৃত লোকমান হাকিমের ছেলে।

মহাসড়কের মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের একটি টীম নিয়মিত টহলের অংশ বিশেষ উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায় দায়িত্ব পালন করে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহী পূরবী পরিবহন (ঢাকা মেট্রো-ব ১১-১৪৮১ যোগে ইয়াবা পাচারে সংবাদ পায় পুলিশ। ওই সংবাদের ভিত্তিতে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মাকসুদ আহাম্মদ ও এস আই জসিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গাড়িটি সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশি করে গাড়ির যাত্রী মো. সলিম উল্যাহ (৪৩) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির ডানকোচ হতে কালো পলিথিনে মোড়ানো ৫ টি নীল এয়ারটাইড পলিব্যাগে ৯২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ইয়াবা পাচারকারীকে থানায় প্রেরণ করা হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানান। ইয়াবা পাচারকারী বিরুদ্ধে হাইওয়ে থানা পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে চকরিয়া থানায় মামলা দায়ের করেছে বলে তিনি জানান।

Exit mobile version