parbattanews

চকরিয়ায় উচ্চ আদালতের আদেশ উপেক্ষা  করে বহুতল ভবন নির্মাণ অব্যাহত

chakaria-pic-2-3-11-16-copy

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজার জেলার চকরিয়া পৌর এলাকায় উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। ভবন নির্মাণ কাজ দিয়ে দেখা দিয়েছে ক্ষোভ ও উত্তেজনা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন এলাকায় নির্মিত হচ্ছে উক্ত বহুতল ভবন।

জানা গেছে, অরবিন্দ দাশ গংয়ের ওয়ারিশ সূত্রে মালিকানাধীন জায়গায় ডেভেলপার নিয়োগ করে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করে চলছে চিরিংগা হিন্দুপাড়ার সাধন চন্দ্র দে। এনিয়ে ভুক্তভোগী গং হাইকোর্টে আপিল বিভাগের মহামান্য বিচারপতি সুমেন্দ্র সরকার ও বিচারপতি মো: ইকবাল কবির এর গঠিত বেঞ্চে জায়গা নিয়ে আপিল মামলা দায়ের করলে পিটিশন নং ১৪৬৮৬/১৬এ মহামান্য হাইকোর্ট কোন ধরণের স্থাপনা নির্মাণ না করার জন্য নিষেধাজ্ঞার আদেশ দেন।

ভুক্তভোগীরা জানিয়েছেন, উচ্চ আদালতের আদেশের পরও অরবিন্দ দাশ গং এর ডেভেলপার আনোয়ারুল হাকিম দুলাল গং জোরপূর্বক অবৈধভাবে স্থাপনা নির্মাণকাজ অব্যাহত রেখেছেন। এনিয়ে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Exit mobile version