চকরিয়ায় চাঁদা না পেয়ে প্রবাসীর ঘরের দেওয়াল গুড়িয়ে দিলেন সাবেক পৌর কাউন্সিলর

Pic. Chakaria
চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় পাঁচ লক্ষ টাকা চাঁদা চেয়ে না পাওয়ায় এক প্রবাসীর ভবনের নির্মিত দেওয়াল ভেঙে গুড়িয়ে দিয়েছে পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সাবেক এক কাউন্সিলর। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় প্রবাসীর ছোটভাই বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন গতকাল বৃহস্পতিবার রাতে। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে পৌরশহরের চিরিঙ্গা হিন্দুপাড়াস্থ হাসপাতাল সড়কের কাতার প্রবাসী সোনা রঞ্জন দে’র নির্মিতব্য বহুতল ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

অভিযোগ জানা গেছে, কাতার প্রবাসী সোনারঞ্জন দে কয়েকবছর আগে চিরিঙ্গা হিন্দুপাড়ায় জায়গা ক্রয় করে বহুতল ভবন নির্মাণ করে। তবে প্রতিনিয়ত চোরের উৎপাত বেড়ে যাওয়ায় ভবনের সামনের গেইটটি স্থায়ীভাবে স্থাপনের জন্য দেওয়াল নির্মাণ কাজ শুরু করে গতকাল বৃহস্পতিবার সকালে। কিন্তু পৌরসভার স্থানীয় চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লক্ষèণ কান্তি দাশ বিকেলে সদলবলে ভবনস্থলে গিয়ে ভবন মালিক কাতার প্রবাসী সোনা রঞ্জন দে’র নাম উচ্চারণ করে হাঁকডাক শুরু করেন এবং বলতে থাকেন পাঁচ লক্ষ টাকা চাঁদা না দিলে এখানে কোন কাজ করতে পারবে না শ্রমিকেরা। এক পর্যায়ে নির্মিত দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায় তারা। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘটনা প্রত্যক্ষ করেন।

ভবন মালিক কাতার প্রবাসী সোনা রঞ্জন দে’র ছোটভাই ও অভিযোগের বাদী দিলীপ দে বলেন, ‘আমার ভাই প্রবাসে থাকায় স্থানীয় সাবেক কাউন্সিলর লক্ষ্মণ কান্তি দাশ প্রতিনিয়ত চাঁদা দাবি করে আসছিল। গতকাল বৃহস্পতিবারও দেওয়াল নির্মাণের কাজ করার সময় লক্ষ্মণ কান্তি সদলবলে গিয়ে কাজ বন্ধ করতে বলেন। এ সময় পাঁচ লক্ষ টাকা না পাওয়ায় শ্রমিকদের মারধর এবং নির্মিত দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দেয়।’

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, ‘আমাকে কাতার থেকে এক প্রবাসী ফোন করে বিষয়টি জানিয়েছেন। লিখিত অভিযোগ দিলে এ ব্যাপারে তদন্তপূর্বক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন