parbattanews

চকরিয়ায় ছাত্রলীগ নেতাকে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধনের ছবি

চকরিয়ায় আনাচ ইব্রাহিম হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রলীগ নেতা সোহেল রানাকে একটি বিশেষ মহলের ইন্ধনে ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছে তাঁর পরিবার।

মঙ্গলবার (২৮ মে) বিকেল ৩টায় ওই ছাত্রলীগ নেতাকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া শপিং কমপ্লেক্সের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শতাধিক মানুষ।

পরে চকরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে সোহেল রানার মা রোকেয়া বেগম তার ছেলেকে অন্যায়ভাবে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতা সোহেল রানা মা রোকেয়া বেগম লিখিত বক্তব্যে দাবি করেন, আমার বড় ছেলে সোহেল রানা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। সোহেল চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। সে রাজনীতি করার সুবাধে রাজনৈতিকভাবে কিছু নেতার বিরোধের জেরে তাকে মামলায় জড়ানোর হয়েছে। সোহেল এ হত্যাকান্ডের সাথে কোনভাবেই জড়িত নয়। কিছু কুচক্রীমহলের ইন্দনে নিহত আনাচের পরিবার আমার ছেলেকে মামলায় জড়িয়েছে।

রোকেয়া বেগম আরও বলেন, আমিও আনাচ হত্যার সুষ্ঠু বিচার চাই। তবে নিরপরাধী কেউ যেন হয়রানীর শিকার না হয়। ঘটনার সময় আমার ছেলে সোহেল রানা ঘটনাস্থলে ছিল না।

প্রশাসনের কাছে অনুরোধ, এ ব্যাপারে সঠিক তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে সরাসরি যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি।

Exit mobile version