parbattanews

চকরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত 


চকরিয়া প্রতিনিধি:

‘‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে প্রথমবারের মতো চকরিয়ায় জাতীয়ভাবে পালিত হয়েছে নিরাপদ সড়ক চাই দিবস।

রোববার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।

সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর এক আলোচনায় সভায় মিলিত হয়।

চকরিয়া উপজেলা শাখার সভাপতি সোহেল মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়, চকরিয়া সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত র‌্যালিতে অতিথি ছিলেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান, চকরিয়া কোর্ট ইন্সপেক্টর মো. নাজমুল হাসান কামাল ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

পরে উপজলার সভাপতি সোহেল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রবীণ শিক্ষক নুরুল ইসলাম, সাপ্তাহিক অবদানের প্রতিনিধি মাস্টার জুনাইদ উদ্দিন, দিন প্রতিদিনের কক্সবাজার জেলা প্রতিনিধি মুছা ইবনে হোসাইন বিপ্লবসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ২৪ বছর আগে ১৯৯৩ সালের ২২ অক্টোবর মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চনের অকাল মৃত্যুর মধ্য দিয়ে গড়ে উঠে নিরাপদ সড়ক চাই আন্দোলন। ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে গড়ে উঠা এই আন্দোলন এদেশের আপামর মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়।

১৯৯৮ সালে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস দাবি জানানো হয়। সময়ের পথপরিক্রমায় সেই ঘোষণা এলো। এতে আরও বলা হয়, ২০০২ সালে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে ২২ অক্টোবরকে আন্তর্জাতিক নিরাপদ সড়ক দিবস ঘোষণা করতে জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের কাছে আবেদন করা হয়।

জাতিসংঘ এ বিষয়টি আমলে নিয়ে সড়ক দুর্ঘটনার ভয়াবহতার কথা ভেবে সড়ক নিরাপত্তা সপ্তাহ ঘোষণা করে বিভিন্ন প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে। এমনকি সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে জাতিসংঘ ২০১১-২০২০ পর্যন্ত সড়ক নিরাপত্তা দশক ঘোষণা করেছে।

সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার মাধ্যমে পরিপূর্ণ রূপ পেল জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের এই দাবি এবং যৌক্তিক অবস্থানে উপনীত হলো নিরাপদ সড়ক চাই আন্দোলন।

এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক সোনার বাংলার কক্সবাজার জেলা প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, সাংবাদিক শাহজালাল শাহেদ, নিসচা উপজেলা শাখার সহ-সভাপতি বেলায়েত হাসান পেয়ারু, সাংগঠনিক সম্পাদক ফারুক রানা, প্রচার সম্পাদক নুরুল আবছার, কার্যকরী সদস্য মনজুর কাদের, জুনাইদ উদ্দিন, হুমায়ুন রশিদ, জমির উদ্দিন, তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান, জামাল উদ্দিন বাবলু, পলাশ, প্রবাসী আজম, তারেকুল ইসলাম জীবন (প্রকাশ জীবন বলি), আরিফুল ইসলাম প্রমুখ।

Exit mobile version