parbattanews

চকরিয়ায় জাল নোটসহ ১ জনকে পুলিশে সোপর্দ

 

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া পৌরসভার মগবাজারে এক খুচরা বিক্রেতার কাছ থেকে জালনোট দিয়ে পণ্য কেনার সময় সন্দেহ হলে তার দেহ তল্লাশী করে হাজার টাকা মূল্যমানের চারটি জালনোট উদ্ধার করা হয়। রবিবার দুপুর একটার দিকে তাকে আটক এবং পিটুনি দিয়ে পুলিশ ডেকে সোপর্দ করে স্থানীয়জনগণ।

গ্রেপ্তার জালনোট চক্রের সদস্যের নাম মোহাম্মমদ ইলিয়াছ (৩৫)। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গোয়াজার পাড়ার (আমিন সওদাগরের বাড়ির কাছে) মৃত রুবেল হাজির ছেলে।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরী জানান, পৌরসভার মগবাজারের একটি খুচরা দোকান থেকে এক হাজার টাকার জালনোট দিয়ে পণ্য কেনার সময় স্থানীয় জনতার সন্দেহ হয়। এ সময় তার দেহ তল্লাশী করে আরও তিনটি জালনোট উদ্ধারের পর পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, ‘জালনোটসহ গ্রেপ্তারকৃত জাল নোট চক্রের সদস্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।’

Exit mobile version