parbattanews

চকরিয়ায় তিনদিনের বিশেষ অভিযান, গ্রেফতার ২১

চকরিয়া থানা পুলিশের তিনদিনের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর মধ্যে নারী নির্যাতন, সাজাপ্রাপ্ত, দাঙ্গা-হাঙ্গামা, চুরি, মাদকসহ নানা অপরাধে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

১৯ জুন দিবাগত রাত থেকে ২১ জুন (শুক্রবার) ভোররাত ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান চালায় থানা পুলিশ।

পুলিশ জানায়, চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার সব ধরণের অপরাধ প্রবণতা নির্মুলের অংশ হিসেবে থানা পুলিশের কয়েকটি টিম গত ১৯ জুন দিবাগত রাত থেকে ২১ জুন ভোর রাত পর্যন্ত পুলিশ বিশেষ অভিযান শুরু করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমানের নির্দেশে এসআই আবদুল বাতেন, এসআই প্রিয়লাল ঘোষ, এসআই চম্পক বড়ুয়া, এসআই মাজহারুল ইসলাম, এসআই মোহাম্মদ ইসমাঈল, এসআই আরিফুল ইসলাম ও এএসআই কামাল হোসেন, আকবর মিয়া, খাইরুল ইসলাম, পলাশ বড়ুয়াসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযানে অংশ নেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, থানা পুলিশের তিনদিনের বিশেষ অভিযানে আদালতের সাজাসহ বিভিন্ন মামলার ২১ জন পালাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত এ সব পরোয়ানাভূক্ত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Exit mobile version