parbattanews

চকরিয়ায় দু’ডাকাত দলের বন্দুক যুদ্ধে ডাকাতের গুলিতে ডাকাত নিহত

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় দু’ডাকাত দলের বন্দুক যুদ্ধে ডাকাতের গুলিতে ডাকাত বেলাল প্রকাশ লম্বা বেলাল (৩৮) নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

বুধবার রাত ১টার দিকে চকরিয়া-লামা-আলীকদম সড়কের ফাঁসিয়াখালীস্থ কুমারী ব্রিজ সংলগ্ন পাহাড়ের পাদদেশে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির এ ঘটনা ঘটে।

এসময় দু’ডাকাত দলের মধ্যে প্রায় অর্ধ শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। নিহত ডাকাত বেলাল উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী মিঠাছড়ি এলাকার মোহাম্মদ জাফর আলমের ছেলে। নিহতের বিরুদ্ধে চকরিয়া থানায় ১১টির অধিক মামলা রয়েছে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, বুধবার রাত ১টার দিকে দু’ডাকাত দলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি চলছে এ খবর পেয়ে থানা পুলিশের দু’টি টিম ঘটনাস্থলে যায়। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এসময় পুলিশ ডাকাতের গুলিতে গুলিবৃদ্ধবস্থায় নিহত ডাকাত বেলালের লাশ মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয় বনপ্রহরী লোকজন ও পুলিশের সহয়তায় গুলিবৃদ্ধ ডাকাত বেলালকে ঘটনাস্থল থেকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি দু’টি বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি ও ৩ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালে মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ডাকাত বেলাল প্রকাশ লম্বা বেলালের বিরুদ্ধে থানায় অস্ত্র, ডাকাতি, বনদস্যুতাসহ ১১টির অধিক মামলা রয়েছে।

Exit mobile version