parbattanews

চকরিয়ায় দু‘দিনের ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় দু‘দিন ধরে অবিরাম বর্ষণে উপজেলার অপেক্ষাকৃত নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভারি বর্ষণ অব্যাহত থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানি মাতামুহুরী নদীতে বেড়েই চলছে। ভারি বর্ষণ অব্যাহত থাকলে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে।

কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান জানান, দু‘দিনের ভারি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল যেভাবে আসছে তারা আমরা সংকিত। তবে এখনো বিপদসীমা অতিক্রম না করলেও বর্ষণ অব্যাহত থাকলে যে কোন মুহূর্তে বড় ধরণের বন্যার সম্মুখিন হতে পারে চকরিয়াবাসী । সকালে বজ্রপাতে পাহাড়তলী এলাকায় একটি গরু মারা গেছে।

কোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, ‘একদিকে সামুদ্রিক জোয়ারের পানি অন্যদিকে দু‘দিনের ভারী বর্ষণে কোনাখালী ইউনিয়নের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কম করে হলেও ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে তিনি জানান।

শুক্রবার সকাল ১১টার দিকে বিকট শব্দের বজ্রপাতে মো. বাবুল (৪৫) নামের এক প্রবাসী মারা গেছেন। তিনি সাত নম্বর ওয়ার্ডের পুরুত্যাখালী গ্রামের মৃত নুর মোহাম্মদের পুত্র বলে জানা গেছে।

চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম বলেন, ‘ভারী বর্ষণ অব্যাহত থাকায় বন্যা আমাদের হাত ছানী দিয়ে ডাকছে’।

Exit mobile version