parbattanews

চকরিয়ায় দুর্বৃত্তদের হামলায় শ্রমিক নেতা আহত, মালামাল লুট 

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে এক শ্রমিক নেতাকে আহত করে নগদ টাকা ব্যাংকের চেকসহ মূল্যবান কাগজপত্র লুটিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

কক্সবাজার জেলা সড়ক পরিবহন ইউনিয়ন রেজি:নং- চট্ট-২১২৯’র অধীনে শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালে একটি কার্যালয় করার জন্য কর্তৃপক্ষের সাথে চুক্তিতে আবদ্ধ হয়। চুক্তি অনুসারে অবশিষ্ট ২০ হাজার টাকা প্রদান করার জন্য ২০ হাজার টাকার একটি ব্যাংক চেক নিয়ে শুক্রবার সকাল ১০ টার দিকে টার্মিনাল এলাকায় অন্যান্য নেতৃবৃন্দের জন্য অপেক্ষা করছিল।

আরকার শ্রমিকের যুগ্ম সম্পাদক কামাল আযাদের নির্দেশে শ্রমিক নেতা রফিক আহমদ সহ ৫-৬ জনের স্বসস্র দুর্বৃত্তরা কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটি চার বারের সভাপতি আলমগীরের উপর হামলা চালায়।

হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় হামলাকারীরা তার পকেটে থাকা কার্যালয়ের আসবাবপত্র ক্রয়ের ৫০ হাজার টাকা, ২৮ হাজার ৬ শত টাকা ও ২০ হাজার টাকার ২টি ব্যাংক চেক, ১টি মূল্যমান মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়।

ঘটনার সংবাদ পেয়ে কক্সবাজার জেলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের রোড কমিটির চকরিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ, আবু শামা ও জসিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত শ্রমিক সভাপতিকে উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করেন।

আহত আলমগীর দাবী করেন, বাস টার্মিনাল এলাকায় শ্রমিক কার্যালয় ভাড়া নেওয়ার জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পর থেকে রফিক আহমদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত চাঁদা দাবী করে আসছিল। এর জেরধরে এ হামলার ঘটনা ঘটায়।

আহত শ্রমিক নেতাকে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে দেখতে আসেন কক্সবাজার জেলা সড়ক পরিবহনের শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি শেফায়েতুল আলম বাবুর, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নুরুন্নবী নুরু, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ জেলা নেতৃবৃন্দ।

ঘটনার পর পর জেলা সভাপতি শেফায়েতুল আলম বাবুর সভাপতিত্বে জেলা কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দরা প্রশাসনের প্রতি দাবী জানান, ৪৮ ঘন্টার মধ্যে চিহ্নিত হামলাকারীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। অন্যথায় তারা সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হবেন।মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

Exit mobile version