parbattanews

চকরিয়ায় দুর্বৃত্তের হামলায় সাবেক মেম্বার আহত: পুড়িয়ে দিয়েছে বসতঘর 

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় রাতের আঁধারে জায়গা জমির বিরোধ নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বসতভিটায় দুবৃর্ত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে বাধা দিতে গেলে সাবেক মেম্বার মনছুর আলম(৫৫)কে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। বুধবার(২১মার্চ) রাত ৩টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় ১১জনকে অভিযুক্ত করে মামলা  দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী ৯নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকার মৃত মোজার আহমদের পুত্র মনছুর আলম(সাবেক মেম্বার)’র সাথে একই এলাকার মৃত গুলো মিয়ার পুত্র জালাল উদ্দিনের দীর্ঘ দিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বুধবার রাত ৩টার দিকে জালাল উদ্দিনের নেতৃত্বে একদল দুবৃর্ত্ত মনছুর মেম্বারের জায়গা কাটা তারের বেড়া ও সীমানা পিলার গুড়িয়ে দেয়।

এসময় মনছুর মেম্বার ও তার পরিবারের সদস্যরা জানতে পেরে ঘটনাস্থলে বাঁধা দিতে গেলে দুবৃর্ত্তরা মনছুর আলম মেম্বারকে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে আহত করে যাওয়ার পথে দুবৃর্ত্তরা মনছুরের ভাড়াটিয়া বসতভিটায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আহত মনছুরকে তার পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করে।

ভুক্তভোগী মনছুর মেম্বারের পুত্র বেদার জানান, জায়গার বিরোধে ও শত্রুতার জের ধরে জালাল উদ্দিনের নেতৃত্বে বুধবার রাতের আঁধারে আমাদের ভাড়াটিয়া বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ওই সময় বাধা দিতে গেলে আমার পিতা মনছুর মেম্বারকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।এতে কমপক্ষে পাঁচ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে। ঘটনার বিষয় নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চকরিয়া থানায় ১১জনকে অভিযুক্ত করে একটি মামলার অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)মো. মিজানুর রহমান জানান, বসত ঘরে আগুন দেয়ার জায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

Exit mobile version