parbattanews

চকরিয়ায় নিরাপদে কেনাকাটা নিশ্চিত করতে মার্কেটে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের প্রতিটি মার্কেটে আসন্ন ঈদ উপলক্ষে নিরাপদ পরিবেশে কেনাকাটা নিশ্চিত করতে সিসি ক্যামরা বসানোর নির্দেশ দেয়া হয়েছে। যাতে কেনাকাটা করার সময় মার্কেটে ঢুকে কোন ধরনের অপরাধী চক্র অকর্মকরতে না। পাশাপাশি নারী ক্রেতারা যাতে স্বস্তিতে মার্কেটে ঘুরে ঘুরে পণ্য কিনতে পারে। তারপরও কেউ মার্কেটের ভেতরে ঢুকে কোন ধরনের ঘটনা ঘটালে সিসি ক্যামরায় ধারণকৃত ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের সহজে আইনের আওতায় আনা হবে। বিষয়টি নিরাপত্তার জন্য ভালো উদ্যোগ জানিয়ে অবিলম্বে প্রতিটি মার্কেটের ভেতরে-বাইরে সিসি ক্যামরা স্থাপনের জন্য মার্কেট মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান।

বৃহস্পতিবার ১৭ মে দুপুরে মাহে রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজার মনিটরিং ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার সংক্রান্ত চকরিয়া পৌরসভার সম্মেলনকক্ষে মার্কেট মালিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবি প্রতিনিধি ও সুধী সমাজের উপস্থিতিতে এক মতবিনিময় সভার আয়োজন করেন পৌরসভা কতৃপক্ষ।

Exit mobile version