parbattanews

চকরিয়ায় পাহাড় কাটার ঘটনায় মাজার খাদেম আটক, ৬ মাসের বিনাশ্রম জেল

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহাসিক শাহ ওমর (রা.) এর মাজারের পাহাড় কেটে নিজ জমিতে মাটি ভরাটের অভিযোগে মাজারের খাদেম মৌলানা ইদ্রিচ আহমদকে (৫৫) আটক করেছে পুলিশ। পরে উপজেলা ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে জেলহাজতে প্রেরণ করেছে।

বুধবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে চকরিয়ার সহাকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন এ সাজা প্রদান করেন। মঙ্গলবার থেকে কাকারা ইউনিয়নের মাজার এলাকায় মাজারের পাহাড় কেটে নিজ জমিতে মাটি ভরাট করছিলেন মাজারের খাদেম ইদ্রিচ।

চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, সকালে খবর পাই খাদেম ইদ্রিচ মাজারের পাহাড় কেটে নিজ জমিতে মাটি ভরাট করছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌছে মাটি ভরাটের কাজে ব্যবহৃত স্কেভেটর ও দুটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। আটক করা হয় মাজারের খাদেমকে। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের সাজা দেয়া হয়।

Exit mobile version