parbattanews

চকরিয়ায় পাহাড় ধসে দেয়াল চাপা পড়ে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় উপজেলার বরইতলী ইউনিয়নে টানা ভারি বর্ষণে পাহাড় ধসে দেয়াল চাপা পড়ে মোহাম্মদ সাবিদ (৫) ও তাবাচ্ছুম (১) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু দু’জন পরস্পর ভাই-বোন।

সোমবার (৭ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে পূর্ব বরইতলী ৩নম্বর ওয়ার্ডের মৌলভী পাড়ার পূর্বে সবুজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু মোহাম্মদ সাবিদ ও তাবাচ্ছুম ওই এলাকার নাজিম উদ্দিনের সন্তান।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান পাহাড় ধসে দুই শিশু দেয়াল চাপা পড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টানা কয়েকদিন ধরে ভারি বর্ষণ হয়ে আসছে। এরই মধ্যে মাতামুহুরী নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে পুরো এলাকাজুড়ে প্লাবিত হয় যায়। সোমবার বিকেলের দিকে মুষলধারে ভারী বৃষ্টি হচ্ছিল। ওই সময় বরইতলী ৩নম্বর ওয়ার্ডের মৌলভী পাড়ার পূর্বে সবুজ পাড়া এলাকায় পাহাড় ধসে পড়ে নাজিম উদ্দীনের বাড়িতে। এতে মাটির দেয়াল চাপা পড়ে ঘুমন্তবস্থায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।

Exit mobile version