parbattanews

চকরিয়ায় পুলিশের অভিযানে দুইটি চোরাই গরু উদ্ধার: জড়িত এক মহিলা গ্রেফতার

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে দুইটি চোরাই গরু উদ্ধার করেছে। এসময় পুলিশ চুরির ঘটনায় জড়িত গোলনাগার প্রকাশ পুতু (৫০)নামের এক মহিলাকে হাতেনাতে আটক করা হয়েছে।

সোমবার(২৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া এলাকা থেকে গরুসহ ওই মহিলাকে আটক করেছে থানা পুলিশ।

ধৃত মহিলা পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মো. মনজুর আলমের স্ত্রী।

সূত্রে জানাগেছে, চকরিয়া উপজেলার পাশ্ববর্তী পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের হাসনাপাড়া এলাকার মুহাম্মদ আলী সিকদারের পুত্র মুহাম্মদ আলমগীরের বসত বাড়ির গোয়ালঘর থেকে গত ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) রাত্রে বিদেশি জাতের তিনটি হালকা লাল রংয়ের গরু চুরির ঘটনা ঘটে।

গরু চুরি হওয়ার পরদিন গরুর মালিক মুহাম্মদ আলমগীর বাদী হয়ে অজ্ঞাতনামা দেখিয়ে লামা থানায় অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী গরুর মালিক চুরির পর থেকে সন্ধান করতে করতে সোমবার বিকালে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামে এসে চুরি হওয়া তিনটি গরুর মধ্যে দুটি গরুর সন্ধান পান।

গরু সন্ধানের পরে চকরিয়া থানা পুলিশকে খবর দেয় ভুক্তভোগী গরুর মালিক। সংবাদ পেয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানার উপপরিদর্শক(এস আই) আবদুল খালেক ও এসআই অপু বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে চোরাইকৃত দুটি গরুসহ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো. বখতিয়ার উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, পুলিশ অভিযান চালিয়ে চোরাইকৃত দুটি গরুসহ এক মহিলাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গরুর মালিক থানায় এখনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

Exit mobile version