চকরিয়ায় পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় আহত ১৪

fec-image

সড়ক দুর্ঘটনা

চকরিয়া প্রতিনিধি:

চকরিয়ায় পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪জন কমবেশি আহত হয়েছে।  সোমবার(৩ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন সড়কে এসব দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বরইতলীর ঢালায় কক্সবাজারমুখি একটি বাস রাত ৮টার দিকে অপর একটি ট্রলিকে ধাক্কা দিলে লোহার রড ঢুকে ট্রলির শ্রমিক গুরুতর আহত হয়। তাকে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে বিকাল ৪টার চিরিঙ্গ-বদরখালী সড়কের দরবেশকাটায় সিএনজি চালিত অটোরিক্সা ও ইজিবাইকের (টমটম) সংঘর্ষে চার যাত্রী কমবেশি আহত হয়। বিকাল ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী এলাকায় দুটি হিউম্যান হুইলার(ম্যাজিক) গাড়ির সংঘর্ষে ৯জন কমবেশি আহত হয়। তন্মধ্যে ৬জনকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৩জনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি নুরে আলম পলাশ জানান, মহাসড়কে দুর্ঘনায় পতিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। চালক ও হেল্পার পালিয়ে গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন