চকরিয়ায় প্রতিবন্ধীদের পাঠশালা প্রদীপালয়ে পিইসিতে শতভাগ পাশ, চারজনের গোল্ডেন

fec-image

চকরিয়া পৌরসভার ভরামুহুরীস্থ এনজিও সংস্থা সার্ভ বাংলাদেশ পরিচালিত শারিরীক প্রতিবন্ধীদের পাঠশালা ‘প্রদীপালয় স্কুল’ এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে। প্রতিষ্ঠান থেকে এ বছর ১৮ জন শিক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশ নিয়ে সকলে শতভাগ পাশ করেছে। তাদের মধ্যে চারজন পেয়েছে জিপিএ-৫।

প্রদীপালয় স্কুলের প্রধান শিক্ষক আহমদ কবির বলেন, ২০১৮ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় প্রদীপালয় স্কুলের ১৮জন শিক্ষার্থী অংশ নেন। সদ্য প্রকাশিত শিক্ষাবোর্ডের ফলাফলে ১৮জনের মধ্যে চার শিক্ষার্থী কাজী মোনাঈর, আমজাদুল ইসলাম, তৌহিদুল ইসলাম ইমন ও ফারিস্তা জাহান এসফা জিপিএ-৫ পেয়েছে।

তিনি বলেন, অপর ১৪ শিক্ষার্থী নৃন্ময় চৌধুরী, মোহাম্মদ ফরহাদ, মিতু দাশ, শারমিন আক্তার, জন্নাতুল আঁখি, আফরোজা জন্নাত জেবু, পুঁজা দাশ, তানহা জন্নাত, অপু শীল, কাসপা সাদিয়া হাকিম, অরফা ধর, সাবরিনা, নাঈদা সোলতানা ও নুরুল আমিন বাবু সকল বিষয়ে শতভাগ পাশ করেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এনজিও, জিপিএ-৫
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন