parbattanews

চকরিয়ায় ফার্নিচার দোকান ও কারখানা আগুনে ভস্মিভুত

অগ্নিকান্ড

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া পৌরসভার থানা সেন্টার এলাকায় ফার্ণিচারের দোকান ও কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার ভোর রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে তৈরী করা ফার্ণিচার ও কাঠ পুড়ে আনুমানিক বিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক আবদুল খালেক সওদাগর দাবী করেছেন। তবে এ সময় কেউ আহত হয়নি বলেও জানা যায়।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক আবদুর খালেক সওদাগর বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে কর্মচারীরা দোকানে শুয়ে পড়ে। রাত তিনটার দিকে আগুন ধরে গেলে দোকানে ঘুমানো কর্মচারীদের গরম অনুভূত হলে তারা চিৎকার শুরু করে দোকান থেকে বেরিয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। আমার দোকান ও কারখানায় আনুমানিক বিশ লক্ষ টাকার তৈরী ফার্ণিচার ও চিরাই করা কাঠ ছিল। ঘরসহ সবকিছু আগুনে পুড়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।

চকরিয়া ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জিএম মহিউদ্দিন বলেন, খবর পাওয়ার সাথ সাথে ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলেও জানান তিনি।

Exit mobile version