parbattanews

চকরিয়ায় বখাটের ছুরিকাঘাতে যুবক নিহত

কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কির জের ধরে বখাটে কিশোর গ্যাংয়ের সদস্যের ছুরিকাঘাতে শেফায়েত হাবিব (২১) নামের এক যুবক নিহত হয়।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে তর্কাতর্কির জের ধরে বখাটে কিশোর গ্যাংয়ের সদস্যের ছুরিকাঘাতে শেফায়েত গুরুতর আহত হয়। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যায় বলে পরিবার জানিয়েছে।

এর আগে উপজেলার বিএমচর ইউনিয়নের বেতুয়া বাজার স্টেশনের অদূরে অনুশীলন একাডেমির সামনে শেফায়েত হাবিবের সঙ্গে তর্কাতর্কিতে লিপ্ত হয় স্থানীয় বখাটে কিশোর গ্যাংয়ের যুবক তারেকুল ইসলাম মিশুক (২৫)। এ সময় তারেক কোমর থেকে ছুরি বের করে শেফায়েতের পেটে আঘাত করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল চুরির বিষয় নিয়ে সোমবার রাতেও দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পর একই বিষয় নিয়ে গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ফের তর্কাতর্কিতে লিপ্ত হয় তারা। এ সময় তারেকুল ইসলাম মিশুক ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় শেফায়েত হাবিব।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, শেফায়েত হাবিবকে ছুরিকাঘাত করার পর পরই দ্রুত পালিয়ে যায় বখাটে যুবক তারেকুল ইসলাম মিশুক। তবে পুলিশ তাকে আটক করতে বিভিন্নস্থানে অভিযান শুরু করেছে।

নিহত শেফায়েত হাবিব পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের কালাগাজী সিকদার পাড়ার দুবাই প্রবাসী শাহাব উদ্দিনের ছেলে। অপরদিকে ছুরিকাঘাতকারী বখাটে যুবক তারেকুল ইসলাম মিশুক বিএমচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া এলাকার আবু বক্করের ছেলে।

চকরিয়া থানার অপারেশন অফিসার রাজীব চন্দ্র সরকার জানান, মোবাইল চুরির বিষয় নিয়ে উভয়ের মধ্যে সোমবার রাতে প্রথমদফায় তুমুল ঝগড়া হয়। একই বিষয় নিয়ে মঙ্গলবার বিকেলেও ফের তর্কাতর্কিতে লিপ্ত হয়। এ সময় কিছু বুঝে উঠার আগেই তারেকুল ইসলাম মিশুক তার কোমর থেকে ছুরি বের করে সরাসরি শেফায়েত হাবিবের পেটে ঢুকিয়ে দেয়। এর পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাত ৯টার দিকে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ছুরিকাঘাতকারী বখাটে যুবক তারেকুল ইসলাম মিশুককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Exit mobile version