parbattanews

চকরিয়ায় বন্যহাতির তাণ্ডবে নিহত ১: গুঁড়িয়ে দিল বসতি ও ধানক্ষেত

হাতির পাল

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তিনটি গ্রাম গাবতলী বাজার, ফতেহঘোনা ও ফাঁসিয়াখালী ঘোনার আগার লোকালয়ে তাণ্ডব চালিয়েছে বন্যহাতির দল। এ সময় একটি হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে মারা পড়েন ৭০ বছরের বৃদ্ধ মোহাম্মদ হোসেন। এছাড়া বন্যহাতির দল এসব গ্রামের অন্তত ১০ একর জমির রোপিত ধানক্ষেত এবং কয়েকটি বসতবাড়িও গুঁড়িয়ে দেয়। সোমবার দিবাগত রাত বারোটা থেকে দুইটা পর্যন্ত এই তাণ্ডব চালায় হাতির দল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্যহাতির দল হানা দেওয়ার খবরে এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে ঘুম থেকে জেগে উঠে প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছোটাছুটিও করতে থাকে সবাই। এর পর শত শত মানুষ আগুনের মশাল নিয়ে এগিয়ে গেলে ফের বনের ভেতর ঢুকে পড়ে হাতির দল। এ সময় বনবিভাগের কর্মীরাও হাতি তাড়াতে এগিয়ে যায়।  তবে এর আগেই হাতির আক্রমনে প্রাণ হারায় এক বৃদ্ধ। নিহত বৃদ্ধের নাম হাজি মোহাম্মদ হোসেন (৭০)। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাবতলী বাজার এলাকার মৃত মো. আবদুল জব্বারের পুত্র।

স্থানীয়রা জানান, বন্যহাতির পায়ের তলায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু ছাড়াও আশপাশের কয়েকটি বসতবাড়িতেও হানা দেয়। এ সময় এসব বসতবাড়িও গুঁড়িয়ে দেয় বন্যহাতি।

চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী জানান, খাবারের সন্ধানে এসে বন্যহাতির দল এই তাণ্ডব চালায়। এ সময় হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে মারা পড়েন বৃদ্ধ মোহাম্মদ হোসেন।

Exit mobile version