চকরিয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

fec-image

কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে ডুবে আবরারুল ইসলাম মারুফ নামের দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯জুলাই) সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের হালকাকারা তিনবটগাছ তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু মারুফ ওই গ্রামের মো. নাজেম উদ্দিনের ছেলে।

বন্যার পানিতে ডুবে মারা যাওয়া শিশুর মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করেন পৌরসভা ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম।

তিনি বলেন, টানা ভারীবর্ষনে ও মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেয়ে চকরিয়া পৌরসভার দুইনম্বর ওয়ার্ডের নিম্নাঞ্চল সম্পূর্ণ প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। সকাল দশটার টার দিকে শিশু মারুফের মা ঘরের মধ্যে কাজ করেছিল। তার অগোচরে বাড়ির উঠানে বন্যার পানিতে কোন একসময় পড়ে যায় শিশু মারুফ।

পরে তাকে ঘরের ভেতরে খোঁজাখুঁজির পর না দেখে তার মা ঘর থেকে বের হলে শিশুর মরদেহ উঠানের পানিতে ভাসতে দেখা য়ায়। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন