parbattanews

চকরিয়ায় বাল্য বিবাহ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

00

চকরিয়া প্রতিনিধি:

জাতীয় কর্ম পরিকল্পনা ও বাল্য বিবাহ আইন (খসড়া) ২০১৬” শীর্ষক এক কর্মশালা বৃহস্পতিবার  সকাল সাড়ে ১১টায় চকরিয়া উপজেলা মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ হাবিবা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম।

অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ মো. মনজুর আলম, চকরিয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী মো. লুৎফুল কবির, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল মজিদ ও সামাজিক মহিলা উন্নয়ন সংস্থা কর্মনীড়ের নির্বাহী পরিচালক শাহানা বেগম।

এসময় জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মশালায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন।

Exit mobile version