parbattanews

চকরিয়ায় বাস খাদে পড়ে ১৫ পরীক্ষার্থী আহত

uu copy

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলায় এসএসসি পরীক্ষার্থীবাহী একটি বাস খাদে পড়ে ১৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার পশ্চিম বড় বেওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ চিকিৎসা দেওয়া হয়েছে।

চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খাঁন  জানান, বাসটি এসএসসি দাখিল পরীক্ষার্থীদের নিয়ে মহসনিয়া মাদ্রাসা থেকে সাহারবিল আনোয়ারউল-উলুম কামিল মাদ্রাসায় যাচ্ছিল। বাসটিতে মইনুদ্দিন নামে একজন শিক্ষকসহ ৫৪ জন পরীক্ষার্থী ছিলেন। ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যায়। চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ড. আবদুল সালাম জানান, সকালে ১৫ জন দাখিল পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের সবাইকে চিকিৎসা দেয়া হয়েছে। এরা সবাই কেন্দ্রে পরীক্ষায় দিতে গিয়েছে।

তাদের কারও মাথায় কারও হাতে বা পায়ে ব্যান্ডেজ। লেখার শক্তি হারালেও মনের জোরে পরীক্ষা দিচ্ছে এসব শিক্ষার্থী।

আহত শিক্ষার্থীদের অভিভাবকেরা ধন্যবাদ জানান দুর্ঘটনাস্থলের পাশে মাটি কাটায় নিয়োজিত সাধারণ খেটে খাওয়া মানুষগুলোকে। দুর্ঘটনার পরপরই তারা উদ্ধার তৎপরতায় নেমে পড়েন। পরে ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন, পুলিশ উদ্ধার তৎপরতায় অংশ নেন।

Exit mobile version