parbattanews

চকরিয়ায় বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

চকরিয়া প্রতিনিধি:

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়ায়  উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জয়িতা বাংলা নারীদের সংবর্ধনা, র‍্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার পরিষদ হলরুম ‘মোহনা’ মিলনায়তনে চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বিএ(অনার্স)এমএ।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী নেত্রী সাফিয়া বেগম শম্পা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, সনাকের সভাপতি ও চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক একেএম সাহাব উদ্দিন প্রমুখ।

বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ জয়িতা নারীদের মাঝে সম্মাননা স্বারক এবং ক্রেস্ট প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব জাফর আলম বলেন, প্রাচীনকাল থেকে সভ্যতা বিকাশে নারীদের ভূমিকা অপরিসীম। নারীদের সাহসী প্রদক্ষেপ, সেবা ও সহয়তায় আমাদের স্বাধীনতা অর্জনে রেখেছিল অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধু মুক্তিযুদ্ধেই নয়, দেশ গঠনসহ প্রত্যেকটি কাজে নারীরা পুরুষের পাশাপাশি অবদান রেখে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, সারা বাংলাদেশকে বিশ্ববাসী দেখেছে অপার সম্ভাবনার দেশ হিসাবে। যেখানে কৃষি শিল্প, শিক্ষার পাশাপাশি নারী সমাজের যথেষ্ট অগ্রগতি হয়েছে। নারীরা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। বেগম রোকেয়া যে নারী জাতির অগ্রগতি উন্নয়নের কথা ভেবেছিল তা আজ সত্যে পরিণত হয়েছে। এগিয়ে চলেছে নারী, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নারী শুধু ঘরেই নয় সকল কর্মকাণ্ডে নিয়োজিত থেকে তাদের আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবলের পরিচয় দিয়ে অগ্রগতি উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তা শুধু কেবল নারীর অগ্রগতি নয় দেশের অর্থনীতির ভীত শক্ত ও মজবুত হচ্ছে বলে তিনি জানান।

Exit mobile version