parbattanews

চকরিয়ায় মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষ: নিহত-১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পন্যবাহি ট্রাকের সঙ্গে প্রাইভেট নোহা মাইক্রোবাসের সংঘর্ষে নুর মোহাম্মদ (৫২) নামের এক যাত্রী নিহত হয়েছে। শুক্রবার (৭ মে) বিকেল চারটার দিকে কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাটস্থ আমতলীর বাঁক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত নুর মোহাম্মদ উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ্ কাটা এলাকার মৃত কলিম উল্লাহর ছেলে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকাল আনুমানিক চারটার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলেন পণ্যবাহি একটি ট্রাক (কুষ্টিয়া ট-১১ ০৮০৬)। ওইসময় ট্রাকটি মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ঢালা অতিক্রম করে মালুমঘাটের আমতলী এলাকা পৌঁছলে বিপরীত দিক (কক্সবাজার থেকে চকরিয়ামুখী) একটি দ্রুতগামী প্রাইভেট নোহা মাইক্রোবাসের নং (ঢাকা মেট্রো চ-১৩ ৫৬৮৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে নোহা মাইক্রোবাসের চালক এবং যাত্রী নুর মোহাম্মদ গুরুতর আহত হয়। খবর পেয়ে তাৎক্ষনিক মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিকেল সাড়ে চারটার দিকে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত নুর মোহাম্মদ মারা যান। তবে দুর্ঘটনায় অন্য আহতদের নাম ঠিকানা তাৎক্ষনিক জানা যায়নি।

চকরিয়া মহাসড়কস্থ মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মো. শাফায়েত হোসেন বলেন, মালুমঘাট আমতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় নোহা গাড়ির এক যাত্রী নিহত হয়েছে। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকটির চালক হেলপার পালিয়ে গেছে।

Exit mobile version