parbattanews

চকরিয়ায় মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ, চালক নিহত

চকরিয়ায় মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষে নিহত হন চালক সাহাব উদ্দিন

কক্সবাজারের চকরিয়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাহাব উদ্দিন (৪৫) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন।

শুক্রবার(৬ মার্চ) রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার আজিজনগর এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা। নিহত ট্রাক চালক লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চর আফজল পাড়ার আবু সালামের ছেলে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের আজিজনগর এলাকায় তমা গ্রুপের একটি বড় ট্রাম ট্রাকের সাথে অপর ট্রাকের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় গাড়ি দুটি ধুমড়ে মুচড়ে যায়। গাড়িতে আটকা পড়েন ট্রাক চালক ও তার সহকারী।

ওই সময় আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে ট্রাক চালক সাহাবউদ্দিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু।

মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, তমা গ্রুপের একটি ট্রাম ট্রাকের সাথে অপর একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তিনজন আহত হয়। আহতদের মধ্যে ট্রাক চালক সাহাব উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

Exit mobile version