parbattanews

চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে তলিয়ে গিয়ে আবদুল মজিদ (১৩) নামের এক মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। স্থানীয় লোকজন ওই ছাত্রকে অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তিনঘন্টা উদ্ধার কাজ চালানোর পরও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

শুক্রবার দুপুর ১২টার দিকে মাতামুহুরী নদীর চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ানস্থ ঘুনিয়া পয়েন্টে এলাকায় এ নিঁখোজের ঘটনা ঘটনা। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কাকারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত ওসমান। নদীর চোরাবালিতে আটকে নিঁখোজ শিক্ষার্থী আবদুল মজিদ চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাজিয়ান আমতলী এলাকার দুদুমিয়া’র ছেলে। সে হাজিয়ান মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা জানান, দুপুরের দিকে মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ওই শিক্ষার্থী চোরাবালিতে আটকে পড়ে নদীগর্ভে তলিয়ে যায়।

এ সময় তাকে অনেকে উদ্ধার করতে নামলেও কোনো কাজ হয়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরও তার খোঁজ মেলেনি। মূলত মাতামুহুরীর নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সৃষ্ট চোরাবালির কারণে আটকে পড়ে তলিয়ে যায় ওই শিক্ষার্থী। চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. সাইফুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পাঠানো হয। তারা নদীতে বিকেল থেকে সন্ধা পর্যন্ত টানা দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান মেলেনি। রাত্রে চট্টগ্রাম থেকে ডুবুরি দল আনা হচ্ছে বলে তিনি জানান।

Exit mobile version