parbattanews

চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ভাল্লুকের দুই শাবক উদ্ধার

Chakaria Pic. (3) 19.07

চকরিয়া প্রতিনিধি:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ি কাম চেক স্টেশনে সেন্টমার্টিনস পরিবহনের ঢাকাগামী যাত্রীবাহী এক বাসে তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয়েছে ভাল্লুকের দু‘টি শাবক। উদ্ধারের পর শাবক দু‘টিকে ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু সাফারি পার্কে ছেড়ে দেয়া হয়।

বনবিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কক্সবাজার ছেড়ে আসা বিভিন্ন যানবাহনে তল্লাশী অভিযান শুরু করেন নলবিলা বনবিট কর্মকর্তা মো. মামুন মিয়ার নেতৃত্বে বনকর্মীরা। বাসটির মালামাল সংরক্ষণের বক্সের ভেতর করে খাঁচায় বন্দি অবস্থায় উদ্ধার করা হয় ভাল্লুকের এই দুই শাবককে।

এ বিষয়ে বিট কর্মকর্তা মামুন মিয়া বলেন, ‘প্রায় ৭ থেকে ৮ মাস বয়সের শাবক দুটির প্রতিটি ৬ কেজি ওজনের। শাবক দুটিকে চকরিয়ার কোন এলাকা থেকে বাসে তোলা হয়। ধারণা করছি, বান্দরবানের আলীকদম ও লামার গহীণ জঙ্গল থেকে শাবক দুটিকে ধরে ঢাকায় নিয়ে যাচ্ছিল বিদেশে পাচারের উদ্দেশ্যে। পাচারকারী চক্রের সদস্যদের চিহ্নিত করতে ইতিমধ্যে বিভিন্নস্থানে সোর্স নিয়োগ করা হয়েছে। বন্যপ্রাণি পাচার আইনে এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

Exit mobile version