parbattanews

চকরিয়ায় রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির নির্বাচন

চকরিয়া প্রতিনিধি

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পাঁচটি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা মধ্যে দিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শেষ হয়েছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিদ্যালয়ের ক্যাম্পাসে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ১ হাজার ১শ’ ৮১ জন। তাঁর মধ্যে ৮শ’ ১৫ জন ভোটাধিকার প্রযোগ করেছেন। পাঁচজন দাতা সদস্যের মধ্যে দুইজন প্রার্থী হন। এতে সর্বোচ্চ ৩ ভোট আলহাজ¦ মমতাজ আহমদ নির্বাচিত হয়েছে। শিক্ষক প্রতিনিধি পদে ৫ জন নির্বাচনে অংশ নেন। এতে শাহাদাত হোছাইন ও সুরুত আলম শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছে।

অপরদিকে নির্বাচনে ৭ জন অভিভাবক প্রার্থীর মধ্যে ৪ জন জয়ী হয়েছে। তারা হলেন আনারস প্রতীক নিয়ে মহি উদ্দিন মহি ৬শ’ ১০ ভোট, মোহাম্মদ হোসেন ছাতা প্রতীকে ৪শ’ ৮৮ ভোট, এন এ এম দিদারুল হক আজম মোরগ প্রতীকে ৪শ’ ২৫ ভোট ও মাহাবুবুল আলম মাহবুব চেয়ার প্রতীক নিয়ে ৩শ’ ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নারী অভিভাবক সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মুর্শিদা বেগম ও মোবাশেরা বেগম মহিলা শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদ উল্লাহ মিয়া বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠ পরিবেশে বিদ্যালয়টির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে প্রতিষ্ঠাতা দাতা সদস্য ১ জন, অভিভাবক প্রতিনিধি ৪ জন, শিক্ষক প্রতিনিধি ২ জন, নারী শিক্ষক প্রতিনিধি ১ ও নারী অভিভাবক সদস্য পদে ১ জন নির্বাচিত হয়েছেন। ভোট গ্রহণের পর নির্বাচিত ৭ জনসহ কমিটির সদস্য হবেন মোট ৯ জন। নির্বাচিত কমিটির প্রথম সভায় সদস্যদের ভোটে পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হবেন।

Exit mobile version