parbattanews

চকরিয়ায় রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার ফলাফল উপলক্ষ্যে অভিভাবক ও শিক্ষার্থীদের সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই অভিভাবক সমাবেশে অভিভাবক-শিক্ষার্থীদের উদ্দ্যেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।

এতে আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষক সুরুত আলম, শিক্ষক বাবু সনাতন চন্দ্র পাল, শিক্ষক নাজেম উদ্দিন, শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষক এইচএম এরশাদ উল্লাহ, শিক্ষক শাহাদাত হোসেন, শিক্ষক ছায়েদুর রহমান, শিক্ষক মো. আবছার উদ্দিন, শিক্ষক মো. নুরুল আমিন, শিক্ষক আতাউর রহমান, শিক্ষক দিদারুল কবির।

এছাড়াও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষিকা মছরুবা জন্নাত, শিক্ষিকা মোবাশ্বারাতুল জন্নাত, শিক্ষিকা পারভীন আক্তার প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ২০১৮ সনের এসএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের চলতি বছরে নির্বাচনী পরীক্ষায় ২৪২জন শিক্ষার্থী অংশ নেয়। এতে নির্বাচনী পরীক্ষার ফলাফল ও পড়া লেখার মান নিয়ে অভিভাবকের সাথে বিদ্যালয়ে সমাবেশ করেন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।

সমাবেশে বক্তারা বলেন, বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সঠিক ভাবে পাঠদানের দায়িত্ব শিক্ষকদের। তবে অভিভাবকগণ তাদের ছেলে-মেয়েদের যত্নশীল ও ভাল ভাবে বাসায় পাঠদান নিয়ে দেখভাল করলে শিক্ষার্থীরা পরীক্ষায় শতভাগ ভাল রেজাল্ট উপহার দিতে পারবে। নিয়মিত বিদ্যালয়ের পাঠদান বিদ্যালয়ে শেষ করতে পারলেই ছাত্র-ছাত্রীদের পড়া-লেখার মান আরো বহুদুর এগিয়ে যাবে বলে বক্তারা জানান।

বিদ্যালয়কে নানা ষড়যন্ত্র থেকে এগিয়ে নিতে উত্তরণের জন্য অভিভাবক ও সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্কুল উন্নয়নের কাজ করতে হবে বলেও জানায় বক্তাগণ।

Exit mobile version