parbattanews

চকরিয়ায় সাব রেজিস্ট্রি অফিসে স্বচ্ছতা ও জবাব দিহিতামূলক গণশুনানী

unnamed copy
চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া সাব রেজিস্ট্রি অফিসের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সহযোগিতায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাধারণ মানুষের হয়রানী রোধকল্পে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়া এরিয়া ম্যানেজার মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক চকরিয়ার ভূমি সংক্রান্ত কমিটির আহ্বায়ক মোহাব্বত চৌধুরী।

সোমবার বেলা ১১টার সময় চকরিয়া সাব রেজিস্ট্রি অফিস মিলনায়তনে গণশুনানী অনুষ্ঠানে সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এতে চকরিয়া সাব রেজিস্ট্রার এএসএম সাইফুজ্জমান গণশুনানীতে অংশ নেয়া সাধারণ মানুষের প্রশ্নোত্তর জবাব দেন।

বক্তব্য রাখেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ, চকরিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাফর আলম কালু, চকরিয়া প্রেসক্লাবের সহসভাপতি জহিরুল আলম সাগর, সাংবাদিক মনজুর আলম, মো. জিয়া উদ্দিন ফারুক, দলিল লেখক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তরা বলেন, দেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হয়ে দাড়িঁয়েছে ভূমি বিরোধ। প্রতিনিয়ত ঘটছে হত্যাকাণ্ড। সাধারণ মানুষের সেবা নিতে যেন ব্যাঘাত না হয় এবং হয়রানীর দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। ভুয়া খতিয়ান ও ভুয়া দলিল রেজিঃ মাধ্যমে অনেকেই নিঃস্ব হয়ে পথে বসেছে। অনেকেই সরকারী ভূ-সম্পত্তি লিজ নিয়ে নিজের নামে খতিয়ান সৃজন পূর্বক নানা প্রতারণা করে যাচ্ছে। এতে একদিকে ব্যাহত হচ্ছে সরকারী জমি অন্যদিকে প্রতারণার শিকার হচ্ছে সাধারণ আমজনতা। মানুষের ভোগান্তি ও দুর্ভোগ লাঘবে সকলে মিলে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সত্যিকারের সোনার বাংলা গড়তে এগিয়ে আসি এবং দুর্নীতিকে না বলি।

Exit mobile version