parbattanews

চকরিয়ায় হাইওয়ে পুলিশের সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

 

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আয়োজনে চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৭অক্টোবর) সকাল ১১টার দিকে কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে জনসচেতনতামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চকরিয়াস্থ চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (সাজেন্ট)  মো. নুরে আলম।

এতে আরও বক্তব্য রাখেন চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ইন্দ্রজিৎ বড়ুয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছাত্রনেতা এম. আরিফুল ইসলাম চৌধুরী, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি তোয়াছিন আনোয়ার জিহান।

এসময় আরও উপস্থিত ছিলেন, চিরিংগা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক(এস আই)মো. নাছির উদ্দিন, চকরিয়ার কর্মরত সাংবাদিক, বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তরা বলেন, জনসচেতনতায় পারে সড়ক দুর্ঘটনা রোধ করতে। এজন্য পেশাজীবী, শিক্ষার্থী, গাড়ি চালকসহ সকলকে সম্মিলিতভাবে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টি এবং সকল নিয়মের অনুশাসন মেনে চলার আহ্বান জানান।

তারা আলো বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে দুনিয়াতে জীবনের চেয়ে মূল্যবান আর কিছু নেই। দুর্ঘটনার মতো ঘটনায় কারো জীবন চলে যাবে এটা কারোই কাম্য হতে পারে না। সংশ্লিষ্টদের সম্মিলিত প্রয়াস ও প্রচেষ্টার মাধ্যমে অবশ্যই সড়ক দুর্ঘটনা সহনীয় পর্যায়ে নামিয়ে আনা যায়। সেই কাজটিই জরুরিভাবে করতে হবে।

 

Exit mobile version