parbattanews

চকরিয়ায় ১৩ মামলায় পরোয়ানাভূক্ত দুর্ধর্ষ বনদস্যু গ্রেপ্তার

গ্রেফতার আতঙ্ক

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ার বরইতলী মাহমুদ নগর এলাকার দুর্ধর্ষ বনদস্যুকে মোহাম্মদ এহেছান (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে ১৩ মামলায় গ্রেপ্তারী পরোয়ানা মাথায় নিয়ে আত্মগোপনে থাকা এই বনদস্যুকে গতকাল বৃহস্পতিবার ভোররাতে ঝটিকা অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে। এর পর তাকে আদালতে উপস্থাপন করে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত বনদস্যু চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মাহমুদ নগর এলাকার হাবিব উল্লাহর ছেলে।

অভিযানে নেতৃত্ব দেওয়া চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে বানিয়ারছড়া স্টেশনের পূর্ব পাশের মহেশখালীয়া পাড়ায় একটি বাড়িতে আত্মগোপনে থাকাবস্থায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এহেছান একজন দুর্ধর্ষ বনদস্যু। তার বিরুদ্ধে বন নিধনের অভিযোগে ১৩টি মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে উঠালে আদালতে তাকে জেলহাজতে প্রেরণ করে।

Exit mobile version