parbattanews

চকরিয়ায় ২১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

চকরিয়া প্রতিনিধি :
চকরিয়া উপজেলার বদরখালী নৌপুলিশের অভিযানে উপকুলীয় অঞ্চলের বদরখালী-মহেশখালী চ্যানেল থেকে ২১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শুক্রবার সকালে বদরখালী নৌপুলিশের আইসি মোহাম্মদ ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটিদল অভিযান চালিয়ে এসব জাল জব্দ করেন।

বদরখালী নৌপুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন বলেন, মৎস্য বিভাগের সিদ্বান্তের আলোকে জাটকা ইলিশ সংরক্ষণ নিশ্চিত করতে বদরখালী ও মহেশখালী সমুদ্র চ্যানেলে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে বদরখালী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকালে বদরখালী-মহেশখালী চ্যানেলের বদরখালী এলাকায় অভিযান চালিয়ে ২১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, জব্দ করা কারেন্ট জালগুলো নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশক্রমে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে।

Exit mobile version