parbattanews

চকরিয়ায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ

চকরিয়া প্রতিনিধি:

চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে।

গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে বাড়ির অদূরে বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে ৩-৪ জনের একটিদল অস্ত্রের মুখে ভয় দেখিয়ে একটি মাইক্রোবাসে তুলে ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে গেছে।

এ ঘটনার পর থেকে সন্দেহভাজন অভিযুক্তরা কোন ধরণের আইনের আশ্রয় না নিতে পরিবার সদস্যদেরকে নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন অপহৃত শিক্ষার্থীর ভাই অনুকুল দাশ। ওই শিক্ষার্থী বর্তমানে স্থানীয় পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ে অধ্যায়নরত বলে জানিয়েছেন তাঁর ভাই।

অভিযোগে অপহৃতের বড়ভাই উপজেলার বরইতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পহরচাঁদাস্থ বিবিরখিল জেলেপাড়ার প্রেমলাল দাশের ছেলে অনুকুল দাশ বলেন, তার ছোটবোন লাভলী দাশ স্থানীয় পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত। বিদ্যালয়ে যাওয়া আসার পথে প্রতিবেশী বিবিষণ দাশের ছেলে অন্তর দাশ তাকে (লাভলী দাশ) নানা ভাবে উত্যক্ত করতো। এমনকি বিভিন্ন ধরণের কুপ্রস্তাব দিতো। ঘটনাটি ইতোপূর্বে অভিযুক্ত অন্তুর দাশের পরিবারের কাছে বিচার দেওয়া হয়েছে। তাতেও কোন কাজ হয়নি।

অনুকুল দাশ অভিযোগ করেছেন, সর্বশেষ ঘটনার দিন গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে বাড়ির অদূরে বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে ৩-৪ জনের একটিদল অস্ত্রের মুখে ভয় দেখিয়ে একটি মাইক্রোবাসে তুলে লাভলী দাসকে অপহরণ করে নিয়ে গেছে।

এ ঘটনার পর থেকে সন্দেহভাজন অভিযুক্তরা কোন ধরণের আইনের আশ্রয় না নিতে পরিবার সদস্যদেরকে নানা ভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন অপহৃত শিক্ষার্থীর ভাই অনুকুল দাশ।

চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অপহরণের ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনী ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version