parbattanews

চকরিয়ায় ট্রেইন লুব্রিকেন্টসের মতবিনিময় সভা অনুষ্টিত

চকরিয়া প্রতিনিধি:
ট্রেইন লুব্রিকেন্টস পণ্যের গুণগত মান নিয়ে হাজী অটোমোবাইলস চট্টগ্রাম এর আয়োজনে চকরিয়ায় এক মতবিনিময় সভা ৩ ফেব্রুয়ারী সন্ধ্যা ৮টায় অনুষ্টিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন চকরিয়া থানা রাস্তার মাথাস্থ চৌধুরী মোটরস্’র স্বত্ত্বাধিকারী গিয়াস কামাল চৌধুরী। সঞ্চালনায় ছিলেন কোম্পানীর ডিলার গণি মোছাদ্দেক। অনুষ্ঠানে উদ্বোধন করেন কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, প্রধান অতিথি ছিলেন চকরিয়া বর্ণমালা একাডেমীর চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চট্টগ্রামস্থ হাজী অটোমোবাইলস’র পরিচালক মনছুরুল আমিন চৌধুরী, মার্কেটিং ম্যানেজার শামসুল ইসলাম মুন্না, অটো মোবাইলস ইঞ্জিনিয়ার মো. কামাল, চকরিয়া বাস মালিক সমিতির সভাপতি নুরুল হোসেন কোম্পানী, আরকান শ্রমিক নেতা কামাল আজাদ, সমাজসেবক আহমদ রেজা, মো: হাসান ড্রাইভার, লামা রোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সহসভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মনজুর আলম, কোষাধ্যক্ষ বাদশা সহ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ট্রেইন লুব্রিকেন্টসের পণ্যের গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ক্রেতাদের আরো বেশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

Exit mobile version