চকরিয়া: দ্বিতীয় বার নৌকার মাঝি হিসেবে মনোনয়ন পেলেন আলমগীর চৌধুরী

fec-image

সব জল্পনা-কল্পনা, আলোচনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে আসন্ন চকরিয়া পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান মেয়র আলমগীর চৌধুরী। মুঠোফোনে মেয়র আলমগীর চৌধুরী দলীয় প্রতীক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীকে দ্বিতীয় বারের মতো চকরিয়া পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

ইতিপূর্বে আগামী চকরিয়া পৌরসভা নির্বাচনে ৬ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দৌড়ঝাপ শুরু করেছিল। পরে দলীয় প্রার্থীতা পেতে জেলা আওয়ামী লীগের গঠিত মনোনয়ন বোর্ডে বর্তমান পৌর মেয়র চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরীসহ আরো ৫ জনের নাম মনোনয়ন বোর্ডে জমা দেন।

আসন্ন চকরিয়া পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের ন্যায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আলমগীর চৌধুরী বলেন, শেখ হাসিনার একজন ক্ষুদ্র সেবক হিসেবে পৌরসভার উন্নয়নের কাজ করেছি। গত ৫বছর পৌরসভার সাধারণ জনগণের ভালোবাসা অর্জন করেছি। যতটুকু সাধ্য পৌরবাসীকে বাসযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করেছি। তাই দল আমাকে মূল্যায়ন করেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাস রয়েছে বলেই পুনরায় তাকে মনোনয়ন দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আশা করি, জনগণ আমাকে বিপুল ভোটের মাধ্যমে আবারও জয়ী করবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন