parbattanews

চকরিয়া পৌরসভার ৮ কোটি টাকা বরাদ্দে সড়ক নির্মাণ: উদ্বোধনে ১০ পদাতিক ডিভিশনের জিওসি

কক্সবাজারের চকরিয়ায় সেনা ক্যাম্পের পাদদেশ এলাকায় ৮ কোটি টাকা বরাদ্দের বিপরীতে দুই কিলোমিটার আয়তনে একটি দৃষ্টিনন্দন সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে চকরিয়া পৌরসভা ভবনের সামনে সেনা ক্যাম্পের এক নম্বর গেইটে সড়কটির নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন সেনাবাহিনী কক্সবাজার ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহী।

চকরিয়া পৌরসভার সচিব মাস-উদ মোর্শেদ জানিয়েছেন, বিশ্বব্যাংকের সার্বিক সহযোগিতায় এমজিএসসি প্রকল্পের অর্থায়নে চকরিয়া পৌরসভার বিভিন্ন জনপদে ৭৬ কোটি টাকা বরাদ্দে অনেকগুলো উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। উল্লেখিত প্রকল্পের ১২ নম্বর প্যাকেজের আওতায় ৮ কোটি টাকা বরাদ্দে নির্মিত হচ্ছে দুই কিলোমিটার আয়তনের একটি দৃস্টিনন্দন সড়ক।

চকরিয়া সেনাক্যাম্প লাগোয়া দৃস্টিনন্দন সড়কটির নির্মাণ কাজের উদ্বোধনে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পৌরসভার সচিব মাস-উদ মোর্শেদ, পৌরসভার সকল কাউন্সিলর, প্রকৌশলী মাহাবুবুর রহমান ছাড়াও সেনা বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং এলাকার সুধীজন।

Exit mobile version