চকরিয়া-লামা-আলীকদম রোড কমিটির ১হাজার ৫শত পরিবহণ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

fec-image

করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলা জুড়েও অঘোষিত ভাবে চলছে লকডাউন। দোকানপাট বন্ধের পাশাপাশি বন্ধ রয়েছে সড়কে সকল ধরণের গণপরিবহন। এতে বেকার ও কর্মহীন হয়ে সড়ক-উপ-সড়কের পরিবহণ শ্রমিক। সরকারের ঘোষিত আদেশ মেনে গাড়ির শ্রমিকরা ঘরে বসে গৃহবন্দী হয়ে সময় কাটাচ্ছেন। যার কারণে অসহায় ও দরিদ্র মানুষগুলো পড়েছে চরম আর্থিক সংকটে। এ দুর্যোগ মুহুর্তে আরাকান সড়ক পরিবহণের অন্তর্ভুক্ত চকরিয়া-লামা-আলীকদম রোড কমিটির শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের জন্য মানবিক সহায়তা হিসেবে ১হাজার ৫শত পরিবহণ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (৪এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনালস্থ চকরিয়া-লামা-আলীকদম রোড় কমিটির কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে সংগঠনের সভাপতি রফিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিন সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র মো: আলমগীর চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি শাহাজাহান ভুট্টো, আবুল কালাম, সহ সম্পাদক করিম উল্লাহ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, চকরিয়া-লামা-আলীকদম বাস মালিক সমিতির সভাপতি নুরুল হোসেন কোম্পানি, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন মনু, চকরিয়া-লামা-আলীকদম জিপ মালিক সমিতির সাবেক সভাপতি ফরিদ আহমদ, বর্তমান সভাপতি জামশেদ উদ্দিন বাবুল, প্রমখ।

চকরিয়া-লামা-আলীকদম রোড কমিটির সভাপতি ও সম্পাদক বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে সাধারণ মানুষ বিশেষ করে শ্রমজীবী পরিবার গুলো বেশি দুর্ভোগে আছে। এ অবস্থার কারণে দীর্ঘসময় ধরে সাধারণ শ্রমিক ও তাদের পরিবারে অভাব-অনটন ভর করেছে। সাধারণ শ্রমিকদের দুর্ভোগ-দুর্দশায় দুর্যোগের এই মুর্হুতে পরিবহণ শ্রমিকদের চকরিয়া-লামা-আলীকদম রোড কমিটির পক্ষ থেকে ১হাজার ৫০০শত সদস্যের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা দেয়া হয়ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন